আফছানা খানম অথৈ
পরান পাখি উড়ে গেল
অনেক অনেক দূর
সেই পাখিটা আমায় ছেড়ে
গেলো অচিনপুর।
মনে ছিলো বড় আশা
বাঁধব সুখের বাসা
সেই বাসাতে বসত করব
মনটা ছিলো খাসা।
সুখের দেখা পেলাম নাকো
দু:খে জীবন ভরা
তাঁর মায়াতে পাগল হলাম
হৃদয় চৌচির খরা।
মনের দু:খ যতনে পুষি
শোনার মানুষ নাই
বিধির ধরায় এখন আমি
জনম দুখী ভাই।
