Close

পরান পাখি

DSD Insider Default Featured Image

DSD Insider Default Featured Image



আফছানা খানম অথৈ

পরান পাখি উড়ে গেল
অনেক অনেক দূর
সেই পাখিটা আমায় ছেড়ে
গেলো অচিনপুর।

মনে ছিলো বড় আশা
বাঁধব সুখের বাসা
সেই বাসাতে বসত করব
মনটা ছিলো খাসা।

সুখের দেখা পেলাম নাকো
দু:খে জীবন ভরা
তাঁর মায়াতে পাগল হলাম
হৃদয় চৌচির খরা।

মনের দু:খ যতনে পুষি
শোনার মানুষ নাই
বিধির ধরায় এখন আমি
জনম দুখী ভাই।

butterfly 8585938

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Leave a comment
scroll to top