Close

সখী

DSD Insider Default Featured Image

DSD Insider Default Featured Image


মুহাম্মদ নেয়ামাতুল্লাহ


আমি প্রভাত বেলার পাখি হবো,
খুব সকালে জেগে আমি,
তোমার দ্বারে চেয়ে রবো_
কখন তোমার পায়ের আওয়াজ
ঠুক ঠুকিয়ে উঠবে বেঁজে?
অপেক্ষমান থাকবো আমি
স্নিগ্ধ আলোর অরুণ সেঝে।
সখী আমি ডাহুক ডাকা
বিকেল বেলার
ক্লান্ত মহারথী_
তোমার মনের বিষন্নতা দূর করিবার সাথী।
সখী আমি আকাশ হবো
তোমার নয়ন দেখবো হেসে,
শান্ত মনের সমীর হবো
তোমার কাজল যাব ঘেঁষে।
সখী আমি চন্দ্র হবো
ঐ মমতার প্রভা মেখে,
তোমার টপের পদ্ম হবো
খুব যতনে দিয়ো রেখে।
সখী আমি সন্ধ্যে হবো
তোমার মনের সুবাস পেতে,
যখন তুমি মৌনি পেয়ে
মুগ্ধ হাওয়ায় উঠবে মেতে।
সখী তুমি মেঘ চিন?
আমি মেঘের দলের রাজা হবো,
দূর গগনের তারার কাছে
তোমার কথাই কবো
তোমার জন্য সরিৎ শৈল
উর্মিমালী কিনে নিবো,
বৃষ্টি ভেজার ইচ্ছে হলে
বৃষ্টি হয়ে ভিজিয়ে দিবো।

Visuals Cover 97ITG 1743431392653

One Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

One Comment
scroll to top