Close

“নকলের রাজা”

1000014083

1000014083

নকলের রাজা

বাঘ না থাকলে হরিণই নেতা,

বুকে নেই তেজ, তবু বড় কথা।

মুখোশ ভাঙলেও মুখ নয় কাল,

চালাকির ছলনায় চলে টালমাটাল।

ঝুটা খেয়ে বড়, বলে গলা ফাটায়,

বড়বাড়ির নাম শুনলেই বুক কাঁপায়।

যা দেখিস চোখে, সবটাই কি ঠিক?

বড়রা চুপে চলে, তবু দেয় শিক্ষা বিক।

তাদের সময় নাই নিচে তাকাতে,

হাত গন্ধ করবে মাছি মারতে?

সামলে চল ভাই, করিস না দম্ভ,

নাহলে জ্বলে পুড়বি, পড়বি এক ধ্বংস।

মোঃ রিয়াজ খান জন্ম ১৯ ৯৮ ইং সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ

One Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

One Comment
scroll to top