যা চেয়েছি দুহাত তুলে
ফিরিয়ে দিলো বিধি ভুলে।
চেয়েছি একটু আশার আলো,
রব দিয়েছেন আঁধার কালো।
যা হারিয়েছি কালের টানে,
খুজে পাবো নতুন প্রাণে।
তবুও আমি বিশ্বাস রাখি,
ঝড়বে না অশ্রুতে আখি।
পথ চলতে শিখছি একা,
চাইনা আর কারো দেখা।
চোখের জলে কেঁদে মরি,
ভাঙ্গা মনকে আবার গড়ি।
প্রত্যাশাগুলো পোড়ায় বুকে,
স্মৃতিরা আজ মরে ধুঁকে।
তবুও আমি ঘুড়ে দাড়াই,
দুঃখ কষ্ট যাই ভুলে যাই।
অশ্রু ঝড়লেও মুখে হাসি,
নিজেকে সদা ভালোবাসি
আত্মবিশ্বাস

আত্মবিশ্বাস