লেখার ভাষা খুঁজতে গিয়ে অশ্রু ঝড়ছে কত কাল,
ভেঙে চুরমার করে হয়েছে একি হাল।
মানুষ রুপী পরুষ তোরা হায়েনার মতো,
তোদের কাছে কেনো নারী হয় ক্ষতবিক্ষত।
তোরাই পুরুষ, তোরাই কাপুরষ।
তোরাই বাবা তোরাই ভয়ঙ্কর থাবা।
আমি নারী,আমি নরম মসৃণ তুলোর মতো,
সরলতার সুযোগে তোরা করিস কেনো ক্ষত।
কেন রে তোরা দিস নারীকে এতো তাপ,
নারী হয়ে জন্মানো কি এতই বড় পাপ।
অশ্লীলতার শিকলে কেন নারীকে বাঁধতে চাস,
নারীকে কেন অবাধে তোরা চোখের জলে ভাসাস।
পণ্যের সাথে তুলনা করে আত্মসম্মান কমাস,
সেই শিকাড়েই নারীকে তোরা অকালে ঝড়াস।
নারীর দিকে দিস কেনো তোদের লোলুপ দৃষ্টি,
নারীই হলো মহান রবের অপরুপ সৃষ্টি।
নারীই মা, নারীই বোন এ কথা তোরা ভুলনা,
নারীর সাথে হয়না কভু ভোগ্যপণ্যের তুলনা।
নারীর দিকে দিস কেন তোরা নোংরা লোভের থাবা,
ভুলে যাস না তোরাও হবি কোনো নারীর বাবা।
লোলুপ দৃষ্টি

লোলুপ দৃষ্টি