Close

একটি প্রেমের কবিতা

খন্দকার রাজীব আহমেদ

তোমার চোখের দীপ্তি নিয়ে

আমি লিখি প্রতিটি শব্দ

সেখানে ঝরে ভালোবাসা,

শিশিরে ভেজা ভোরের মায়া।

তোমার হাসি যেন শীতল বাতাস,

যেখানে বসন্ত ছড়ায় ঘ্রাণ

প্রতিটি মুহূর্তে তোমার স্মৃতি

হৃদয়ের পাতায় লেখা

যা কখনও হয়নি ম্লান

তোমার ছোঁয়ায় জেগে ওঠে

যেন ভরা পূর্ণিমার চাঁদ

তুমি যে প্রেম, তুমি যে প্রাণ,

তুমি জীবনের সাধ।

জোছনার আলোয় রাতের রূপে

পূর্ণতা পায় তোমার ভালোবাসা

আমি হারাই তোমার মাঝে

কিভাবে বুঝাই জবানে নেই তো ভাষা।

চিরকাল থেকো তুমি পাশে

নিরবতা কিংবা হাজারো কথায়,

প্রেমের কবিতা যেন থেমে না যায়

তোমার-আমার মিলনগাথায়।

খন্দকার রাজীব আহমেদ একজন কবি ও লেখক। জন্ম টাঙ্গাইল জেলার সদর থানায়। লেখক বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল, ডকুমেন্টারি ও কবিতা লিখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Leave a comment
scroll to top