Close

সরল মন

Pain L 2008040851

Pain L 2008040851

কেউ ভাবে না,কেউ রাখে না একটু খানি খোঁজ,
সরলমনা নারীটা অসহায়ে কাঁদে রোজ।
সরল মনের নরম মানুষ অল্পতেই পায় ব্যথা,
বলতে গেলে শেষ হবে না তাদের গল্প কথা।
সরল মনের নরম দিলে জোর খাটানো যায়,
মন রক্ষা করতে গিয়ে সে হয় নিরুপায়।
সুযোগ খুজে সরলতা বুঝে যতই ব্যথা দাও,
পৈশাচিক আনন্দ ছাড়া আর কিবা তুমি পাও।
সরল মনকে নিয়ে মানুষ করে পুতুল খেলা,
সারা জীবন পায় শুধু তারা মানুষের অবহেলা।
আঘাত পেলে জবাব দিতে শতবার ভাবতে হয়,
মন খারাপেও কান্না পেলে লুকিয়ে কাঁদতে হয়।
দোষ না করে অনেক সময় দোষ নিতে হয় কাঁধে,
হক কথা বলতে গিয়েও বিবেকের কাছে বাঁধে।
সবকিছুতেই উদার সে স্বার্থপরতা বাদে,
মুখে হাসি রেখে মন প্রতিদিনই কাঁদে।
অন্যায় দেখেও যেখানে প্রতিবাদ করা যায় না,
যুক্তিবাদী ভাষা থেকেও বলার সুযোগ হয় না।
অন্যায়কারী অন্যায় করেও পার পেয়ে যায় হায়,
সরল মনের প্রতিবাদী ভাষা নিরব হয়ে রয়।
স্বার্থপর মানুষের কথা ভেবে হৃদয় হয় ছাড়খার,
এই জীবনে সরলতার সুযোগ পাবে না কেউ আর।

নাম: রেবেকা আক্তার পড়াশোনা : অনার্স ৩য় বর্ষ প্রতিষ্ঠান: রংপুর সরকারি কলেজ ঠিকানা :সুন্দরগঞ্জ,গাইবান্ধা,বাংলাদেশ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Leave a comment
scroll to top