র’ক্তে মাখা এত নি’থর দে’হ
দেখে নাই তো আগে কেহ,
মা’রছে তারা নির্বিচারে
আদেশ দিয়েছে স্বৈ’রা’চারে,
লোপ পেয়েছে মনুষ্যত্ব
কমছে মানুষের গুরুত্ব।
ছুঁড়ছে গুলি
উড়ছে মাথার খুলি
র’ঞ্জিত হচ্ছে পথের ধূলি;
ছুঁড়ছে টিয়ার শেল
শেষ হয় না তাদের খেল
দম বন্ধ হয় ধোঁয়ায়
শরীরের জ্বালা বাড়ায়।
লাঠি গুলো হার মেনেছে
বন্দুকের গুলির কাছে,
ইট পাথরের বৃষ্টি ঝরে
কে কাকে নিক্ষেপ করে।
তারা নাকি দেশ রক্ষক
মানুষ সেবা করে
প্রকৃতপক্ষে তারাই ভক্ষক
পরিকল্পনায় মানুষ মারে।
তারা অপ্রীতিকর শব্দ প্রয়োগ
করে নিঃসংকোচে
রণক্ষেত্র তৈরির উদ্যোগ
তারাই নেয় স্বহস্তে।
বুক কাপে না
স্বর আটকায় না,
আদেশ দেয় নিরীহ মানুষ মারতে
মনুষ্যত্ব লোপ পেলে বুঝি
মানুষ দ্বিধা করে না
পাপের বোঝা কাঁধে তুলতে।
নিষ্পাপ প্রাণ
হাস্যোজ্জ্বল মুখ,
আকাশ ভরা স্বপ্ন গুলোকে
জী’বন্ত ক’বর দিতে
প্রশ্ন জাগেনা বিবেকের কাঠগড়াতে?
জালিম তারা
অত্যা’চারী তারা
শো’ষক তারা
খু’নি তারা
ওরাই স্বাধীনতা চোর।
মৃ’ত্যুর মিছিল চলছে
প্রিয়জনরা স্বজন আর
মাতৃভূমি রত্ন হারাচ্ছে,
শুধু হারাচ্ছে না খু’নিদের ক্ষমতা
যা দিয়েছিল সাধারণ জনতা,
খু’নি তো খু’নি’ই রবে
তাজা প্রা’ণ গুলোর কি হবে?
তোমরাও তো মানুষ
তাহলে মানুষ মা’রো কি জন্য?
মানুষ হয়ে মানুষের দাও না কেনো মূল্য?
৩৫ জুলাই ২০২৪