Close

মুখোশের আড়ালে

জন্ম থেকেই মানুষ একা,বুঝবি কবে ওরে বোকা।
আপন হওয়ার ভান করে কাছে এসে দেয় যে ধোঁকা।
সঙ্গী হয়ে ছিলো যারা ভন্ড কপটের অন্তরালে,
আপন ভেবে বুকে টেনে জড়িয়ে ছিলে মায়াজালে।
আশেপাশে মুখোশধারী চোখে পড়ে রোজ,
এমন মানুষদের ভুলে যাওয়া নয়তো খুব সহজ।
খুঁজে পাবে না ভুলের ভীড়ে ফুলের মতো জন,
খুঁজতে খুঁজতে ক্ষ্যান্ত হবে সারাটি জীবন।
মিথ্যা হাসি, মিথ্যা মায়ায় স্মৃতিকাতর মন,
তাদের জন্য করো নাকো নিত্য আয়োজন।
শোকে শোকে পাথর হয়ে অনুভূতি হবে নষ্ট,
বুকের ভিতর শূন্যতাতে হবে ভীষণ কষ্ট।
তবু তুমি ছুড়ে ফেলো নষ্ট মন ও স্বভাব,
স্বচ্ছ মনের ভালোবাসার হবে নাকো অভাব।

নাম: রেবেকা আক্তার পড়াশোনা : অনার্স ৩য় বর্ষ প্রতিষ্ঠান: রংপুর সরকারি কলেজ ঠিকানা :সুন্দরগঞ্জ,গাইবান্ধা,বাংলাদেশ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Leave a comment
scroll to top