Close

পণের ফাঁদ

jail 0 1 0 0 0 0 0 0 0 1 0 3 1 0 50 (1)

বোকা হয়ে ধোকা দিয়ে নেবে ওরা পণ,
ধার নেওয়ার কথা বলে করে আলাপন।
হাসির ছলে রাখে দাবি নেবো না বলে কিছু,
টাকার লোভে ব্যাক্তিত্ব হারিয়ে হয় নিচু।
মিষ্টি কথার ভিতর থাকে দারুণ লোভের ছায়া,
ধর্ম বিরোধী পণ বলে কথায় ছড়ায় মায়া।
বিয়ের খরচ, সাজঘর, লাখ টাকার গাড়ি,
তাই নিয়ে সাজাবে তারা সুন্দর করে বাড়ি।
পণের চাপে ভেঙে পড়ে মেয়ের পরিবার,
মিষ্টি কথায় ঢেকে রাখে যৌতুকের অধিকার।
পণ কে তার ব্যবসা খুলে করে কারসাজি,
হালাল হারাম ভুলে গিয়ে লোভে হয় রাজি।
পণের ওপর ভিত্তি করে মনে কত আশা,
স্বার্থ ফুরালেই দেখবে সেথায় নেই তো ভালোবাসা।
রুখে দাঁড়াও নারী তুমি হও না নীরব,
সত্য বলার সাহস নিয়ে করো গৌরব।
ভাঙ্গো মুখোশ,ভাঙ্গো অভিনয়,করো প্রতিবাদ,
পণের লোভে ধনী হওয়ার মিটে যাবে সাধ।

নাম: রেবেকা আক্তার পড়াশোনা : অনার্স ৩য় বর্ষ প্রতিষ্ঠান: রংপুর সরকারি কলেজ ঠিকানা :সুন্দরগঞ্জ,গাইবান্ধা,বাংলাদেশ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Leave a comment
scroll to top