“শূন্যতা থেকে আশার আলো”
রাত তখন গভীর। শহরের কোলাহল থেমে গেছে, কিন্তু মনের ভেতরের ঝড় থামছে না। হঠাৎ, কোনো পূর্বসংকেত ছাড়া ভালোবাসার মানুষটা চলে গেল। কেন গেল, কী দোষ ছিল আমার—সেই প্রশ্নের উত্তর মেলেনি আজও। তার চলে যাওয়ার পর থেকেই জীবনটা এলোমেলো হয়ে গেল।
ঘুম আসত না রাতে, খাবারে রুচি ছিল না, কাজে মন বসত না। বুকের ভেতরে একটা অজানা ভার। সেই ভার ভুলতে শুরু করলাম ভুল পথে—ইয়াবা, গাঁজা, মদ। প্রতিদিন নিজের শরীরকে বিষ দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতাম। কিন্তু মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে যেত। কান্না আসত না, শুধু চোখ দিয়ে চুপচাপ পানি পড়ত।
এক রাতে যখন মনে হচ্ছিল সব শেষ, তখনই হঠাৎ কানে বাজল এক আয়াত—
“আর তোমরা হীনবল হয়ো না এবং দুঃখিতও হয়ো না। তোমরাই বিজয়ী, যদি তোমরা মুমিন হও।”
(সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৯)
আশ্চর্যভাবে সেদিন থেকেই সবকিছু বদলে যেতে শুরু করল। মনে হল, আমার এই যন্ত্রণা, এই কষ্টগুলো একদিন শান্তিতে পরিণত হবে।
“নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি।”
(সুরা : ইরশিরাহ, আয়াত : ৬)
আমি ভাবতাম, আমার কোনো পরিকল্পনা সফল হয় না। কিন্তু তখনই মনে পড়ল—
“আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।”
(সুরা : আলে ইমরান, আয়াত : ৫৪)
আস্তে আস্তে মনের অন্ধকারে আলো আসতে শুরু করল। বুঝলাম, মানুষ হারিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো ছেড়ে দেন না। তিনি যদি কাউকে আমার জন্য সৃষ্টি করে থাকেন, তিনি আবার ঠিকই তাকে ফিরিয়ে দেবেন, নতুবা দেবেন তার চেয়ে উত্তম কিছু।
আজ আমি আর হতাশ হই না। আমি জানি,
“তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়।”
(সুরা : দুহা, আয়াত : ৫)
আমি আল্লাহকে ভালোবাসতে শুরু করেছি। তাকে খুশি করার চেষ্টা করছি। এখন আমি জানি, তিনিই আমাকে আবার খুশি করবেন—ইনশাআল্লাহ।
লেখক,
মারুফ হোসেন