Close

পরিবার


পরিবার হলো শীতল ছায়া, আগলে তারা রাখে,
প্রয়োজন ছাড়াও প্রিয়জন হয়ে, আজীবন পাশে থাকে।
এই সমাজে আঁধারের ভীরে,তারা দেখায় আলো,
ভালোবেসে শিক্ষা দেয় মন্দ এবং ভালো।
পরিবার মানে স্নেহ শাসন,আদর-সোহাগ মায়া,
পরিবার মানে দোয়া এবং ভালোবাসার ছায়া।
বাবা মা গড়ায় জীবন, গড়ায় সুন্দর মন,
তাদের মতো এই ধরাতে নেই তো আপনজন।
হাত তুলেছি তোমার তরে রহিম রহমান
মা -বাবা, ভাই -বোন, করছো আমায় দান।
মা বলেন নামাজ পড়লে আসবে মনে শান্তি,
নামাজে ভিজবে চোখ,মুছবে দুঃখ ক্লান্তি।
বাবা বলেন সেজদায় থাকুক চাওয়া-পাওয়ার আশা,
রব-ই বোঝেন প্রত্যোকটা সুখ দুঃখের ভাষা।
ভাইয়া বলেন স্বপ্নগগুলো আঁকো আকাশপানে,
পাছে লোকের কটু কথা, নিও না তুমি কানে।
বোন বলেন মন্দ লোক কে এড়িয়ে সদা চলো,
বজ্রকন্ঠে প্রতিবাদের আওয়াজ তুমি তোলো।
তাদের সাথে কেটেছে বছর হাজার খানেক দিন,
এই জীবনে পারবো না শোধ, করতে তাদের ঋণ।
আলোকিত জীবন গড়ার তারাই কারিগর,
স্বার্থবিহীন ভালোবাসা দিয়েছে জীবনভর।
ঝড় আসুক, বিপদ আসুক ভয় পাইনা কিছু,
দুখের সময় পরিবার ছাড়া,হাটবে না কেউ পিছু।
মায়ের মমতা, বাবার ছায়া,ভাইবোনের হাসি,
রবের পর তাদের কে ভীষণ ভালোবাসি।
ছোট্ট আদুরে রাজকন্যা আমি, ভালো আছি বেশ,
পরিবারের ভালোবাসা আমি পেয়েছি অশেষ।
রেখো মাবুদ রহম তোমার করুণা অবিরত,
শ্রদ্ধা জানাই সিজদা করে মস্তক অবনত।

নাম: রেবেকা আক্তার পড়াশোনা : অনার্স ৩য় বর্ষ প্রতিষ্ঠান: রংপুর সরকারি কলেজ ঠিকানা :সুন্দরগন্জ,গাইবান্ধা, রংপুর

One Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

One Comment
scroll to top