সাজেদা সুলতানা কলি
আমি সিকিম কোথায় চিনি না
লেন্দুপ দর্জি কে? আমি জানি না।
খাংসারপার ভূমিকায় নাট্যমঞ্চে কার আবির্ভাব ঘটবে তা-ও জানি না,
জানতে চাইওনা।
শুধু জানি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের টোল পড়া সুদৃশ্য সবুজ ভূমিটা আমার।
আমি আরও জানি চারপাশে কংস মামা শকুনি মামার উপদ্রব
আমাকে পীর দাদা, সাহেব নানার
তর্জনী ধরে হাঁটতে হবে না
আমি একাই হাঁটবো দৃঢ় পায়ে।
বিশ্বের সুবৃহৎ প্রাকৃতিক বালুর সৈকতটা আমার — প্রায় তিয়াত্তর নটিক্যাল ভেজা বেলাভূমি আমি ইচ্ছে মতো ছুঁয়ে যাবো কারো অনুমতি ছাড়া।
আমাকে মুগ্ধ করে সাগরকন্যার সূর্যোদয়, সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য!
আমি চাইনা তার সৌন্দর্য কলঙ্কিত হোক।
লুট হয়ে যাক অমূল্য সম্ভ্রম।
চাইনা সুরক্ষিত প্রাচীর ভেঙে কোনো দস্যু ঢুকে পড়ুক আমার রক্তবর্ণের পলায় গড়া অন্দরমহলে।
বাঁচার জন্য চাই ঝলমলে আলো নির্মল বাতাস বিশুদ্ধ পানি।
সুস্বাস্থ্যে প্রয়োজন আমিষ প্রোটিন চর্বি খনিজ লবণ ভিটামিন।
প্রতিহিংসার ক্র্যাচে ভর করে বিকলাঙ্গ সমাজের অগ্রগতি আকাশ কুসুম।
লাল সবুজের নিশান রক্ষায় আমি ভুলে যাই জাত পাত হিন্দু মুসলিম বৌদ্ধ ক্রিশ্চিয়ান জৈন আস্তিক নাস্তিক বিভেদ।
পরিজন নিয়েই আমি বাঁচবো
আমার ছোট্ট একচিলতে পাতার কুটিরে। আমাকে নিরাপদে থাকতে দাও।
