Close

খ্যাক শিয়ালের বিয়ে

DSD Insider Default Featured Image

DSD Insider Default Featured Image


মুহাম্মদ নেয়ামাতুল্লাহ সালেহী

বাঘ খুশি হাতি খুশি
খ্যাক শিয়ালের বিয়ে
পালকি কাঁধে আছে গাধা
নতুন বধু নিয়ে।
বানর দাদু তবলা বাজায়
ধুম ধুমা ধুম ধুম
ইঁদুর,বিরাল শাজাইতেছে
শিয়াল মামার রুম।
বিয়ের সাজে হরিনকে আজ
পরীর মতো লাগে
দাওয়াত ছারাই কুকুরেরা
আসলো সবার আগে।
হাতি মশাই করলো বরণ
ফিতা কেটে দিয়ে
খরগোশ বাবু বেজায় খুশি
বিয়ে দেখতে গিয়ে।
সিংহ রাজা বরের পাশে
বসলো বিয়ে খেতে
হঠাৎ করে আসলো ফোন
তাকে হবে যেতে।
এই ফাঁকেতে শিয়াল বর
করলো চুরি হাঁস 🦆
তাইতো সবে রাগ করলো
 বিয়ের সর্বনাশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Leave a comment
scroll to top