আবদুল আহাদ
একবার এক গ্রামে রহিম নামে এক গরিব কিন্তু সৎ কৃষক বাস করতো। একদিন সে মাঠে কাজ করার সময় মাটির নিচে একটা ছোট খাঁচা খুঁজে পায়। খাঁচার ভিতরে ছিল একমুঠো সোনা!রহিম খুব অবাক হয়, কারণ এটা তার নয়। সে চিন্তা করলো, “এটা নিশ্চয়ই কারো হারানো জিনিস। আল্লাহ্ চান না আমি অন্যের সম্পদ নিজের করে নেই।”
সে খাঁচাটা নিয়ে গেল গ্রামের প্রধানের কাছে। প্রধান খুশি হয়ে ঘোষণা দিলেন যার এই সোনা, সে এসে চিহ্ন দিয়ে প্রমাণ দিলে তাকে ফেরত দেওয়া হবে।
কয়েকদিন পর এক বৃদ্ধ লোক এলেন, খাঁচার চিহ্ন ঠিকঠাক বলে দিলেন, প্রমাণিত হলো সোনা তারই। বৃদ্ধ লোকটি খুশিতে কেঁদে ফেললেন এবং রহিমকে কিছু সোনা উপহার দিতে চাইলেন।
কিন্তু রহিম বিনয় করবে বলেন, “আমি শুধু আমার ন্যায় কাজ করেছি। অন্যের জিনিসে আমার অধিকার নেই।”
বৃদ্ধ বললেন, “তোমার সততাই তোমার সবচেয়ে বড় সম্পদ।”
গল্প থেকে শিক্ষা:
সততা হলো মানুষের সবচেয়ে বড় গুণ। প্রকৃত ন্যায় ও সত্যের পথ ধরলে হয়তো তাৎক্ষণিক লাভ না মিললেও জীবনের শেষ জয় সেই পথেরই হয়।