মুহাম্মদ নেয়ামাতুল্লাহ সালেহী
রোজ সকালের সূর্য মামা
উঠল ঝলক মেলে,
এখনো কেন ঘুমিয়ে আছো
ওহে বালক ছেলে।
এই আলোতে সুবাস ছাড়ায়
নানান রঙের ফুলে,
একটু জেগে দেখো তুমি
আঁখি দুটি খুলে।
তোমার জন্য ডাকছে মোরগ
গায়ের সর্ব বলে,
সাব পাড়ারি শিশুরা যে
আসছে দলে দলে।
সকাল বেলার নীরবতা
কাটতে তোমার ছলে,
এই আসাতে আছে মাছ
পুকুর ঘাটের জলে।
তোমার জন্য দোয়েল কোয়েল
মুক্ত হাওয়ায় দোলে,
জাগবে কখন?এই বলে তার
দিনটা কেটে চলে।
তুমি জাগলে জাগবে তোমার
সবুজ পরিবেশ,
হাসবে তোমার বিড়াল ছানা
করবে খেলা বেশ।
