Close

জাগো ভোরের বালক

DSD Insider Default Featured Image

DSD Insider Default Featured Image


মুহাম্মদ নেয়ামাতুল্লাহ সালেহী

রোজ সকালের সূর্য মামা
উঠল ঝলক মেলে,
এখনো কেন ঘুমিয়ে আছো
ওহে বালক ছেলে।
এই আলোতে সুবাস ছাড়ায়
নানান রঙের ফুলে,
একটু জেগে দেখো তুমি
আঁখি দুটি খুলে।
তোমার জন্য ডাকছে মোরগ
গায়ের সর্ব বলে,
সাব পাড়ারি শিশুরা যে
আসছে দলে দলে।
সকাল বেলার নীরবতা
কাটতে তোমার ছলে,
এই আসাতে আছে মাছ
পুকুর ঘাটের জলে।
তোমার জন্য দোয়েল কোয়েল
মুক্ত হাওয়ায় দোলে,
জাগবে কখন?এই বলে তার
দিনটা কেটে চলে।
তুমি জাগলে জাগবে তোমার
সবুজ পরিবেশ,
হাসবে তোমার বিড়াল ছানা
  করবে খেলা বেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Leave a comment
scroll to top