Close

আত্মার আয়না

inbound4324110122362363436

মুখের দাগে বিচলিত তুমি আয়না দেখো বারবার,
আত্মার কি খবর রাখো? সে যে কুৎসিত কদাকার।
মুখে পিম্পল,ছোপ ছোপ দাগ, খুটিয়ে দেখো রুপ,
আত্মার দাগ মুছতে নাহি পারো,সে তো চাপচুপ।
মানুষ চেনা যায় না রুপে, চেনা যায় তার কাজে,
শ্রদ্ধা পায় যে হৃদয়বান,আদর্শিকতার সাজে।
রঙ্গিন সাজে ঢেকে ফেলো না ভিতরের সব কালো,
মন যদি হয় কাঁদা ভরা,রুপ ছড়াবে না আলো।
চেহারার সৌন্দর্য একদিন মিলিয়ে যাবে ধুলোয়,
আত্মার দীপ্তি ছড়িয়ে পড়বে অনন্ত আলোয়।
যৌবন ফুরিয়ে যাবে,বয়স বাড়বে সৌন্দর্য চলে যাবে
আত্মার ঔজ্জ্বল্য চিরকালই হৃদয় ছুয়ে রবে।
বিষন্ন কোনো এক বিকালে আয়নায় ধরা পড়বে,
নিজের মুখ নয়, আত্মার ছবি কুৎসিত কালো হবে।
চেহারায় সাদা রং ,অন্তরে কালো, রাগে পূর্ণ মন,
ভালোবাসা, দয়া,মানবতাহীন ভ্রান্ত সে জন।
মনুষ্যত্ব হারিয়ে গেলে,সৌন্দর্য থাকে না চিরকাল,
সততা আর মমতার দীপ্তি নিয়ে বুনো স্বপ্নের জাল।
তাই বলি আয়নায় মুখ নয়, মনটাকেও দেখো,
তোমার কথায় কে কাঁদে, সে খবরটাও রেখো।
মানুষকে কষ্ট দিও না, কড়া কথার আঘাতে,
স্মৃতি রেখে যায় দুঃখ,খোঁচা মারে গভীর রাতে।
এমন একদিন আসবে, তুমি আয়নায় চোখ রাখবে,
নিজের ছায়া দেখে তখন তুমি নিজেই কাঁদবে।

নাম: রেবেকা আক্তার পড়াশোনা : অনার্স ৩য় বর্ষ প্রতিষ্ঠান: রংপুর সরকারি কলেজ ঠিকানা :সুন্দরগঞ্জ,গাইবান্ধা,বাংলাদেশ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Leave a comment
scroll to top