“আরব মুনাফিক”
মুসলিম বিশ্বের অনেক দেশ ছিল শক্তিধর ;
তবুও গাঁজা বাসির কাজে আসেনি !
তাদের রক্ষার্থে কোন বাহিনীও আসেনি ?
সিমাহীন প্রাণ ঝরে , আরবদের হৃদয় যেন পাথর ?।
মিশরের বুক চিরে নীলনদ গেছে বয়ে
বাঁচিয়েছে মরুভূমির ,বিশাল প্রাণ ,
প্রতিবেশী ফিলিস্তিন তৃষ্ণায় যায় প্রাণ।
কত ক্ষুধার্ত শিশু কাঁপুনিতে যায় লুটিয়ে।
আরবরা তেলের সাগরে ভেসে থাকা সম্রাট ;
অথচ ফিলিস্তিনের অ্যাম্বুলেন্স গুলো,
তেলের অপেক্ষায় দাঁড়িয়ে ,বাসা বাঁধে ধুলো!
পৌঁছায়নি আর্তনাদ ?শেখদের কান যেন লৌহকপাট।
সর্বোচ্চ আশা নিয়ে তাকিয়ে ছিল নিঃস্ব মুখে ,
মুসলিম ফোর্স একদিন আসবে গাঁজা বাঁচাতে ।
সামরিক সামগ্রী সবকিছুই আছে,আসেনি কেউ কিছুতে
৫০ লক্ষ্যের শক্তিশালী সৈন্য পাঠায়নি গাঁজার দিকে ?
সবকিছুই ইতিহাসে থাকবে গাঁজা একাই লড়েছিলো
লেখা আছে করুণভাবে ফিলিস্তিনের কথা ।
ইসরা*ইলের নির্মম হ*ত্যাকাণ্ড স্বজন হারা ব্যাথা ,
২০০ কোটি মুসলিম নীরবে তামাশা দেখেছিলো ?