আগ্রাসী এক কালো মেঘের ছায়ায়,
তরুণীর রঙ্গিন জীবন অন্ধকারে হারায়।
ভুল করে ভুল পথে দিলো সে পাড়ি,
পথ হারিয়ে থাকে সে একলা একা বাড়ি।
জীবন থেকে হারিয়ে ফেলে ভুল মানুষের ঘোর,
রব কে সে কাছে পায় সকাল,সন্ধ্যা, ভোর।
না জেনেই, না বুঝেই ভুল করেছে তখন,
মানুষ শয়তানের প্ররোচনায় অজ্ঞ ছিলো যখন।
বোকা হয়ে ধোঁকা খেয়ে মলিন তাহার মুখ,
সত্যের পথে খুঁজে পায় সেই মহাসুখ।
ভুল মানুষের প্ররোচনায় আসে জীবনে অশান্তি,
মহান রব দিয়েছে তাকে অফুরন্ত এক প্রশান্তি।
প্রয়োজনে যারা ভেবেছে প্রিয়জন,
তাদের জন্য তার নেই কোনো আয়োজন।
খারাপ মানুষ, খারাপ সঙ্গ করে পরাজয়,
একলা একা জীবনটা করছে ইনজয়।
একাকীত্ব ঘনিয়ে আসে তাহার চারিদিক,
তাইতো রবের তরে প্রশান্তি খোঁজে দিগ্বিদিক।
জীবনের অধ্যায়

676ec19d17597