Close

জীবনের অধ্যায়

676ec19d17597

676ec19d17597

আগ্রাসী এক কালো মেঘের ছায়ায়,
তরুণীর রঙ্গিন জীবন অন্ধকারে হারায়।
ভুল করে ভুল পথে দিলো সে পাড়ি,
পথ হারিয়ে থাকে সে একলা একা বাড়ি।
জীবন থেকে হারিয়ে ফেলে ভুল মানুষের ঘোর,
রব কে সে কাছে পায় সকাল,সন্ধ্যা, ভোর।
না জেনেই, না বুঝেই ভুল করেছে তখন,
মানুষ শয়তানের প্ররোচনায় অজ্ঞ ছিলো যখন।
বোকা হয়ে ধোঁকা খেয়ে মলিন তাহার মুখ,
সত্যের পথে খুঁজে পায় সেই মহাসুখ।
ভুল মানুষের প্ররোচনায় আসে জীবনে অশান্তি,
মহান রব দিয়েছে তাকে অফুরন্ত এক প্রশান্তি।
প্রয়োজনে যারা ভেবেছে প্রিয়জন,
তাদের জন্য তার নেই কোনো আয়োজন।
খারাপ মানুষ, খারাপ সঙ্গ করে পরাজয়,
একলা একা জীবনটা করছে ইনজয়।
একাকীত্ব ঘনিয়ে আসে তাহার চারিদিক,
তাইতো রবের তরে প্রশান্তি খোঁজে দিগ্বিদিক।

নাম: রেবেকা আক্তার পড়াশোনা : অনার্স ৩য় বর্ষ প্রতিষ্ঠান: রংপুর সরকারি কলেজ ঠিকানা :সুন্দরগঞ্জ,গাইবান্ধা,বাংলাদেশ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Leave a comment
scroll to top