Close

মায়াবতী

FB IMG 1737201378173

FB IMG 1737201378173

তোমার জন্য কাঁদলে মন, নাম কি তার?
নিঘুম রাত জাগলে একা, দাম কি তার?

তোমায় ছাড়া শূণ্য হলে, দায়টা কার?
অশ্রুজলে ভাসলে একা, দেখবে কে?
তোমার জন্য পথ হারালে, ভাববে কে?
নিখোঁজ খবর আসছে জেনে, কাঁদবে কে?
তোমার জন্য লিখলে চিঠি, পড়বে কে?
‘ভাববো না আর’ ভেবেও রোজ, লড়বে কে?

তোমার জন্য জ্বর বাঁধালে, মাপবে কে?
খানিক ছুঁয়েই লুকিয়ে একা, কাঁদবে কে?

তোমার জন্য নিঃস্ব হলে, নাম কি তার?
বোকা তো সেই, প্রেমিক বলে, নাম কি তার?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Leave a comment
scroll to top