Close

স্মৃতি

স্মৃতি

 

তুমি কাব্য, তুমি উপন্যাস
তুমি শত খন্ডে বিন্যাস,
তোমার পাতায় আবদ্ধ কাহিনী
তুমিই শব্দের প্রবাহিনী।
তোমাতে অতীত বিরাজমান
তোমাতেই খুঁজে পাই হাজারো অভিমান,
অব্যক্ত চাওয়া পাওয়ার ভান্ডার তুমি
তুমি চোখের অজস্র চাহনি,
তোমায় আগলে রাখতে
কারোর জীবন বৃথা হয়নি।
তোমাকে ঘিরেই অর্জন
তোমাকে নিয়েই বিসর্জন
তুমি আছো মস্তিষ্কের গহীনে
যার নেই কোনো বহিঃ চিহ্ন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Leave a comment
scroll to top