Close

বন্ধুমহল

291b45ad4fdcdb68aaf78bdffdad98a2

291b45ad4fdcdb68aaf78bdffdad98a2

হতাশায় ছেয়ে গেছে মনটা-
কতো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছি!
দেখতে দেখতে স্কুল জীবনের অধ্যায় শেষ,
সময়ের সঙ্গে শেষ হয়ে গেছে কলেজ জীবনও!
ভার্সিটি লাইফের আর আছে-
হাতে গোনা দেড়টা বছর!
তারপর?
চেনা গন্ডি পেরিয়ে,
বাইরের জগতে পা রাখবো সবাই!
কি হবে তখন?
সুন্দর হাস্যোজ্জ্বল শৈশব, কৈশোর
রূপান্তরিত হবে স্মৃতিতে!
চেনা জানা বন্ধুমহলে ভর করবে,
এক অদ্ভুত ব্যস্ততা!
সেই ব্যস্ততায় হারিয়ে যাবো,
আমি আর আমার প্রাণের বন্ধুমহল!
এর থেকে বিরহের কি কিছু হতে পারে?
বদলে যাবে সময়-
বদলে যাবো এই আমি,
বদলে যাবে চিরচেনা বন্ধুমহল!
শুধু স্মৃতির পাতায় রয়ে যাবে,
বন্ধুমহলের কিছু অমূল্য স্মৃতি!
হারিয়ে যাবো আমরা-
থেকে যাবে স্মৃতির পাতায় বন্ধুমহল!

নবধারা জল (যৌথ গল্পগ্রন্থ সম্পাদনা) সূর্যপ্রভা (উপন্যাস)

5 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 Comments
scroll to top