Close

কর্মগুণে

27ecfe36d31e35f50c428dce215f439c

27ecfe36d31e35f50c428dce215f439c

কর্মগুণে
ইসমত আরা সুপ্তি 

আজকে তোমার এই ক্ষণেতেই
বন্ধ হলে শ্বাস যে,
নামে তুমি থাকবে না আর
হয়ে যাবে লাশ যে।

বলবে সবাই লাশকে ধরো,
দিতে হবে কবর,
দুদিন পরেই তোমার সবই,
হবে অতীত খবর।

জীবন সে এক অনুগল্প,
এক মূহুর্তেই হয় শেষ,
এরই মাঝে কত কিচ্ছা
লোভ, লালসা, হিংসা দ্বেষ! 

জীবনটাকে চালাও সবে
ভালো কাজের দিকে,
মৃত্যু হলেই তোমার কীর্তি
হয় না যেন ফিকে।

জন্ম নিলে মরতে হবে 
এটাই সত্য তবে,
কর্মগুণে লোকের মনে,

যুগে যুগে রবে।

ইসমত আরা সুপ্তি, কবি ও গল্পকার। গোয়ালন্দ, রাজবাড়ী। প্রকাশিত একক গ্রন্থ: বিশ্বাসীদের মনের মাঝে ফুটুক আলোর ফুল। (এক্রোস্টিক কবিতাগ্রন্থ) যৌথ গ্রন্থের সংখ্যা একাধিক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Leave a comment
scroll to top