Close

অভিলাষ

বাদল বেপারী

মনুষ্যর এই জম্ম লভি,
কি করিলাম জীবের লাগী।
অধমের ন্যায় নিজ চিন্তে,কোকিল ডাকা ভোরে জাগি।
এই ভুবনে জম্মে যদি,ব্যস্ত থাকি নিজের তরে।
ব্যর্থ ভাবি মানব জনম,শূন্য পূর্ণ আপন ঘরে।
যে দিবসে পরের হিতে,বিলাই আমার জীবনটারে।
সার্থক ভাবি জনম আমার,আনন্দ পাই প্রানও ভরে।
অনাহারে ছিন্ন বস্ত্রে, ভবঘুরে শিশুর দলে।
ছুটে যখন সবার দ্বারে,অশ্রুভরা নয়ন জলে।
পাষান প্রানে ধিক্কার দিয়ে,কেউবা ছুটে গাড়ীর বেগে।
মানুষ রুপে হিংস্র প্রানে,হঠাৎ করে যায় যে রেগে।
মানুষ কি হায় বলবো তাকে?আচার যাহার পশুর মতো।
বুঝেনা যে অন্যের ব্যথা,মনের মাঝে কেমন ক্ষত।
খুঁজে শুধু নিজ স্বার্থ, সুধাকর এই ধরার মাঝে।
বসুন্ধরার তৃপ্তি কি তায়,লভে কি হায় প্রানও মাঝে।
নিজের লাগি খাটি যদি,গড়ি সোনার অট্টালিকা।
ক্ষনিকেরই সুখ যে তাহে,জীবন তাদের অগ্নি শিখা।
ধন্য আমি তাকেই বলি,পরের তরে খাটে যারা।
জীবন নাশের হাজার বছর,মানব প্রানে বাঁচে তারা।
চুরাশি লক্ষ যোনি ভেদি,আসি মোরা মানব কুলে।
এই ধরনীর নীলা খেলায়,সবই আমরা যাই যে ভুলে।
মানব কুলে জম্ম নিয়া,খাটি যদি মানব তরে।
সবার প্রানে রইবো বাঁচি,যদিও হঠাৎ যাই গো মরে।
এই অভিলাষ প্রানে আমার,বহে চলার তীব্র ক্ষনে।
মানব তরে মরবো খাটি,নইতো সুখী অর্থ ধনে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Leave a comment
scroll to top