Close

আজ ও মনে পড়ে তোমায়

বাদল বেপারী

খুব মনে পরে,দুটি আঁখি ঝড়ে।
একলা যখন থাকি।
মন শূন্যতায়,সৃতিরা কাতরায়,
উড়াল দিতে চায় মন পাখি।
যতটা সৃতি ওগো,তোমাতে জড়ায়ে।
কি করে ভুলিবো বলো।
আঁখি জোড়া মোর,ফাটিয়া অন্তর।
নেত্রদ্বয় ছলো ছলো।
কি অপরাধে,পাষাণে মন বেঁধে।
ছেড়ে গেলে মোরে বহুদূর।
মনে কিগো পড়ে, কতো যত্ন করে।
একলা বসে শুনেছি,তব মধু সুর।
আজ বুঝি হায়,করে অসহায়।
চলে গেলি,মোর বাঁধন ছেড়ে।
রিদয়ের সুখ, খালি করে বুক,
স্বপ্ন গুলি তুই, নিয়ে গেলি,কেড়ে।
এজনমে হায়,দিয়েছি বিদায়,পরপারে যদি হয় দেখা।
সত্যি করে বল,চোখে এনে জল,
করে রাখবিনা মোরে একা?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Leave a comment
scroll to top