Close

রবের ভালোবাসা

inbound8453199946065389480

inbound8453199946065389480

পাপের কথা চিন্তা করে মনটা হয় ভারী,
রবকে আমি দিছি কথা পাপের পথে আড়ি।
সবকিছুর উর্ধ্বে রবের ভালোবাসা,
তার কাছেই আমার সবটুকু প্রত্যাশা।
রবকে কাছে পাবো বলে একলা জাগি রাত,
স্বপ্ন দেখি মহান রব বাড়িয়ে দেবেন হাত।
রবের কাছে প্রিয় হতে নাহি স্বার্থ লাগে,
রবকে সদা আপন করতে হৃদয় টা জাগে।
মন্দ,খারাপ পিছে ফেলে সত্যের পথে হাটি,
মহান রব দিলটা আমার করবেন কবে খাঁটি।
সুখেও যেমন হাসতে পারি দুখেও পাই না ভয়,
আসবে সুদিন আঁধার চিরে জানি সুনিশ্চয়।
কি হবে কি রবে মৃত্যুর পরে ও আগে,
সেই চিন্তায় অশান্ত মন গভীর রাত্রী জাগে।
সুদিন আসবে জানি,থাকি সেই আশায়,
জীবন টা রঙ্গিন হবে রবের ভালোবাসায়।
সুখে দুখে মিলে মিশে ভালোই আছি বেশ,
রবকে পেয়ে যাই ভুলে যাই সকল দুঃখ ক্লেশ।

নাম: রেবেকা আক্তার পড়াশোনা : অনার্স ৩য় বর্ষ প্রতিষ্ঠান: রংপুর সরকারি কলেজ ঠিকানা :সুন্দরগঞ্জ,গাইবান্ধা,বাংলাদেশ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Leave a comment
scroll to top