করো যদি পরের ক্ষতি
ধ্বংস হবে জীবনের গতি।
করো যদি বাজে মন্তব্য,
খুঁজে পাবে না নিজের গন্তব্য।
পরিপাটি সচ্ছ জীবন
করো যদি রক্তক্ষরণ,
অপেক্ষা শুধু হোক না মরণ,
বুঝবে তখন একি দহন।
নষ্ট মন,নষ্ট স্বভাব
খোদার কাছে কি দেবে জবাব।
ফুলের মতো জীবন তুমি বানাও মরুভূমি,
তিনিই মহান রব,তিনিই অন্তর্যামী।
আসুক না সময় সঠিক,
বুঝবে তখন কোন পথের পথিক।
যতোই করো হৈ চৈ কলরব,
ছাড়বে নাকো মহান সে রব।
যতই তুমি দাও অযৌক্তিক যুক্তি
খোদার হাত থেকে তুমি পাবে না মুক্তি।
ফরিয়াদ

ফরিয়াদ