Close

ফরিয়াদ

ফরিয়াদ

ফরিয়াদ

করো যদি পরের ক্ষতি
ধ্বংস হবে জীবনের গতি।
করো যদি বাজে মন্তব্য,
খুঁজে পাবে না নিজের গন্তব্য।
পরিপাটি সচ্ছ জীবন
করো যদি রক্তক্ষরণ,
অপেক্ষা শুধু হোক না মরণ,
বুঝবে তখন একি দহন।
নষ্ট মন,নষ্ট স্বভাব
খোদার কাছে কি দেবে জবাব।
ফুলের মতো জীবন তুমি বানাও মরুভূমি,
তিনিই মহান রব,তিনিই অন্তর্যামী।
আসুক না সময় সঠিক,
বুঝবে তখন কোন পথের পথিক।
যতোই করো হৈ চৈ কলরব,
ছাড়বে নাকো মহান সে রব।
যতই তুমি দাও অযৌক্তিক যুক্তি
খোদার হাত থেকে তুমি পাবে না মুক্তি।

নাম: রেবেকা আক্তার পড়াশোনা : অনার্স ৩য় বর্ষ প্রতিষ্ঠান: রংপুর সরকারি কলেজ ঠিকানা :সুন্দরগঞ্জ,গাইবান্ধা,বাংলাদেশ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Leave a comment
scroll to top