শরীফ মোঃ সালমান
কবিতা তুমি বঞ্চিত জনতার
সোচ্চার কন্ঠস্বর
দুঃসাহসের স্পর্ধা।
যুগ যুগের যত জমাট ব্যথার
বিভীষিকাময় বিস্ফোরণ,
শাশ্বত কালের প্রেম ভালোবাসা
বিরহ বেদনা জ্বালা যন্ত্রণার
অশ্রুসিক্ত নীরব ক্রন্দন।
কবিতা তুমি স্বর্গীয় পবিত্র পরশ
হৃদয়ের নিভৃত অনুভূতি
স্পন্দন শিহরণ।
যৌবন রাজ্যের জীবন্ত রণধ্বনী
দুর্বিনেয় যুযুৎসা।
বিদ্রোহীর ধমনীর উত্তপ্ত বিস্ফোরক
অকুতোভয় প্রাণের আমরণ অঙ্গীকার
বুলেট বিদ্ধ তরতাজা প্রাণের
রক্ত ঝরানো অহংকার।
কবিতা তুমি প্রতিবাদী যুবকের
সেই বিদ্যুৎ ঝলসানো
বজ্রকণ্ঠ স্বর,
কঠোর কঠিন সান্ধ্য আইন ভাঙ্গা
দুরন্ত দুর্বার টোকাইয়ের
বিচিত্র বীর্য বিপ্লবী মুষ্টি
সংশপ্তক অভিযান,
ট্যাংক থামানো গদি কাঁপানো
অপ্রতিরোধ্য মিছিলের স্লোগান।
কবিতা তুমি বিরহ কাতর
সলাজ নয়নার না বলা কথা
সন্তপ্ত চিত্তের পাথর চাপা দেওয়া
বেদনাময় অব্যক্ত ব্যথা।
অবগুন্ঠিত ষোড়শী এলোকেশীর
আত্ম সমাহিত অস্পষ্ট
মধুর গুঞ্জন,
শারদীয় রাতের স্বপ্ন কাননের
অবাধ বিচরণ।
কবিতা তুমি প্রোষিত ভৃর্তাকার
অহরহ ঘটা অন্তর্দাহ
প্রবাসীর শুন্য হৃদয়ের আকুল আকুতি
অনুভূতি উপলব্ধি
মন রাজ্যের মনোজ্ঞ মাথুর
স্বতঃস্ফূর্ত কল্পনা,
স্বর্গের সুধা সিক্ত
অমৃত রসনা।
কবিতা তুমি প্রখর রৌদ্র দগ্ধ
অনল আনীল বহা
তপ্ত ধরণীর চৈত্রের দুপুরে
চির প্রশান্তিময়
মমতা মাখা অশ্বত্থের ছায়ায়
ধেনু চরানো রাখাল যুবকের
এলোমেলো ছন্দহীন গান,
শ্রাবণের অশান্ত স্রোতস্বিনীর
তরঙ্গোচ্ছাস কলতান।
কবিতা তুমি ফাগুন কাননের
প্রস্ফুটিত প্রসুনের
মনকাড়া হাসি,
গভীর রাতের নিস্তব্ধতা ভাঙ্গা
হৃদয় আন্দোলিত করা
কলকন্ঠের কুহু কুহু ধ্বনি
বিরহ কাতর কোন এক
বিনিদ্রিতার চিত্ত চাঞ্চল্য অস্থিরতা,
বাতায়ন খুলে দূর দিগন্তে
দৃষ্টি রাখা
নির্লিপ্তের নীরবতা।
কবিতা তুমি হৃদয় নিলয়ে
নীরবে নিভৃতে লালন করা নিরঞ্জন প্রেম
চির যৌবনা প্রেমময়ী কোন এক
মর্ত দেবীর মানসী মূর্তি
অজান্তে উদাস মনে যাকে স্মরে
বেদনায় ভিজা দু’ফোটা অশ্রু
গড়িয়ে পড়ে।
কবিতা তুমি কর্মক্লান্ত
হাড়ভাঙা খাটুনি খাটা
খেটে খাওয়া দুঃখ পীড়িত
বিপন্ন মানুষের মলিন বদনের
বেদনাময় চিত্র সকরণ আর্তি
হন্যমান হা হুতাশ,
ক্লান্ত শ্রমিকের বুক ফাটা
আকাশ ছোঁয়া শ্বাস প্রশ্বাস।
কবিতা তুমি যুদ্ধ নয় শান্তি
প্রেম ভালোবাসা দয়া সেবার
ছন্দ বদ্ধ সুক্তি
অন্যায়ের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ।
বিপ্লব আন্দোলন
রণাঙ্গনে রণ উন্মাদনার
রণ ধ্বনি মন্ত্র।
শোষিত জনতার সাড়া জাগানো
তমোঘ্ন তন্ত্র।
কবিতা তুমি কবির প্রার্থনা
আরোধনা কল্পনা
ধ্যানমগ্ন ভাব ভরা গান,
ছন্দময় রূপ দর্পণ
শান্তির শাশ্বত বাণী
মুক্তির মহা চেতনা
আপামর জনতার জ্বলে উঠার
উত্তপ্ত অনুপ্রেরণা।