কলমে- রেজওয়ানা ইসলাম রিমু
আমি গল্পের কাহিনী
আমি কাব্যের লেখনী
আমি রহস্যের উন্মাদনা
আমি উপন্যাসের সূচনা
আমি পাঠক,আমি লেখক;
আমার অনুভূতির আমিই নিয়ন্ত্রক।
আমি অনুরাগী,আমি বিরাগী;
আমি অভিমানী,আমি বিশ্লেষণী
আমি প্রতিযোগী,আমি দর্শক;
আমিই বিরামহীন অভিনয় পরিচালক।
আমি বৃষ্টিতে ভেজা কাক
আমি নদীর বাক
আমি জমিনের ধূলিকণা
আমি রংহীনা
আমি স্রোত,আমি জল;
আমিই চক্ষুবল।
আমি রঙিন আকাশ
আমি উৎসবের অবকাশ
আমি দুর্দিনের প্রশান্তি
আমি সুখের ক্লান্তি
আমি পূর্ণ,আমি শূণ্য;
আমার সবেতে বিরাজ কাম্য।
আমি রোদ্দুরে পোড়া চামড়া
আমি ঝুলতে থাকা কড়া
আমি বর্ষার বাড়ন্ত পানি
আমি মরুর উত্তাপের প্রহরিণী
আমি স্রোতকাল,আমি সন্ধ্যা সকাল;
আমিই ঘুমন্ত বেড়া জাল।
আমি মৃত্যুর কারণ
আমি ভুলের বারণ
আমি অপারগ সত্তা
আমি আমার কর্তা
আমি শিশু,আমি বৃদ্ধ;
আমিই বয়সের স্নিগ্ধ ।
আমি অদৃশ্য সাহস
আমি অদ্ভুত বিশ্বাস
আমি আলোর ছায়া
আমি আমার মায়া
আমি প্রিয়,আমি ঘৃণিত;
আমি আমাতেই জীবিত।