জীবনে প্রথম ভালোবাসা হতে পারাটা বড্ড সৌভাগ্যের ব্যাপার… খুব কম মানুষই এই দিক দিয়ে ভাগ্যবান কিংবা ভাগ্যবতী হয়.. মানুষ জীবনে বহুবার প্রেমে পড়ে, হয়তো অনেকবার সম্পর্কেও জড়িয়ে যায় কিন্তু প্রথম ভালোবাসা হয় অন্যতম… যেটা মানুষ ভুল করেও ভুলে যেতে পারে না !
.
হুময়ন ফরিদী একটা কথা বলেছিলেন – ‘জীবনে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রেম বলতে কিছু নাই, মানুষ যখন প্রেমে পড়ে প্রতিটা প্রেমেই প্রথম প্রেম’… তার এই কথাটার সাথে আমি পুরোপুরি একমত নই… প্রতিটা প্রেমেই প্রথম প্রেম হতে পারে না… আবেগ সবার জন্য সমান ভাগে মুগ্ধতা ছড়াতে পারে না !!
.
জীবনে প্রথম কোথাও মিট করা… প্রথম চুমু খাওয়া… প্রথমবারের মতো কাউকে জড়িয়ে ধরা… প্রথমবার রিকশা’য় পাশাপাশি বসা… বৃষ্টিতে ভিজে একসাথে শীতল হওয়া… হাতে হাত রেখে একসাথে চলা… শার্টের কলার খামচি মেরে বুকে মাথা গুঁজে দেওয়া… এসব জীবনে যতবারই আসুক না কেন, প্রথমবারের মত অনুভূতি আর কখনই হবে না !!
.
কোন একটা গানের লাইনে সেই মানুষটাকে মনে পড়বে… রিকশায় পাশের খালি জায়গাতে তার শূণ্যতা অনুভব হবে… পছন্দের কোন এক জায়গায় তার স্মৃতি জুড়ে এসে মনে নাড়া দিবে… সময় সব বদলে দিতে পারলেও সময় কখনো স্মৃতি বদলে দিতে পারে না… একদম না !!
.
প্রথম প্রেমে মেয়েরা আবেগী বেশি থাকে… জীবন দিয়ে হলেও মেয়েরা প্রথম ভালোবাসা আগলে রাখতে চেষ্টা করে… প্রেমিকের দেয়া প্রতিটা চিঠি, উপহার, চকলেট যাই কিছু দেক না কেন, সবকিছুই খুব যত্নে রেখে দেয়… প্রথম প্রেমিকের দেয়া প্রথম গোলাপটাও মেয়েরা হারিয়ে ফেলে না, এবং কি গোলাপের প্রতিটা পাঁপড়িও বইয়ের পাতায় যত্নে রেখে দেয় !!
.
মেয়েরা প্রথম প্রেম যতটা টিকিয়ে রাখতে চেষ্টা করে পরবর্তী প্রেমগুলোকে টিকিয়ে রাখতে ততটা চেষ্টা করে না… প্রেমিকের হাতে ছেড়ে দিয়ে বলে রাখলে রাখো, না রাখলে মুক্তি দাও… পুরোটাই তোমার উপর নির্ভর !!
.
তাই তো কথায় আছে, সেই ছেলেই ভাগ্যবান যে তার প্রেমিকার প্রথম ভালোবাসা… আবার সেই মেয়েই ভাগ্যবতী যে তার প্রেমিকের শেষ ভালোবাসা !
লেখাঃ জে,এস সাকিব