কর্মগুণে

মে 12, 2025 - 00:59
মে 14, 2025 - 01:07
 0  0

কর্মগুণে
ইসমত আরা সুপ্তি 

আজকে তোমার এই ক্ষণেতেই
বন্ধ হলে শ্বাস যে,
নামে তুমি থাকবে না আর
হয়ে যাবে লাশ যে।

বলবে সবাই লাশকে ধরো,
দিতে হবে কবর,
দুদিন পরেই তোমার সবই,
হবে অতীত খবর।

জীবন সে এক অনুগল্প,
এক মূহুর্তেই হয় শেষ,
এরই মাঝে কত কিচ্ছা
লোভ, লালসা, হিংসা দ্বেষ! 

জীবনটাকে চালাও সবে
ভালো কাজের দিকে,
মৃত্যু হলেই তোমার কীর্তি
হয় না যেন ফিকে।

জন্ম নিলে মরতে হবে 
এটাই সত্য তবে,
কর্মগুণে লোকের মনে,

যুগে যুগে রবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
SuptyAra SuptyAra