হৃদয়ের আঁধার

মে 9, 2025 - 02:08
জুন 26, 2025 - 00:07
 2  0

হৃদয়ের আঁধার

অন্ধকারচ্ছন্ন রাতের আকাশ
আজ তারাহীনতায় ভুগছে
হৃদয় ভাঙ্গার কষ্টে আজ চাঁদও কাদছে।
বিশাল এই অন্ধকারে যাচ্ছি তলিয়ে
কোথায় পাব আলোর সন্ধান আমি যে হারিয়ে।
পাচ্ছিনা খুঁজে কোনো কুল
আলোর খোঁজে আজ আমি ভীষণ ব্যাকুল।
ব্যর্থতার চাদরে ঢাকা এই জীবন
কোথায় পাব খুঁজে আমার প্রকৃত আপনজন
অনন্তকাল ধরে জ্বলা এই হৃদয়
শান্তির নীড়ে পাবে কি আশ্রয়
জমে থাকা বেদনাগুলো ডাকছে আজ
পাবো কি খুঁজে প্রকৃত পূর্ণতা চিন্তার এক বিশাল ভাঁজ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
ahnaf2009 ahnaf2009