ভাষার প্রভাব

মে 10, 2025 - 23:09
মে 12, 2025 - 13:58
 0  0

পরিবার থেকে পাও যদি সঠিক শিক্ষা,
করবে তুমি সকল খারাপ ভাষা উপেক্ষা।
পেয়ে থাকো যদি তুমি সত্যের সাক্ষ্য,
তোমার ভাষায় থাকবে না কোনো অশ্লীল বাক্য।
ভাষায় করে মনকে শীতল,ভাষায় আসে তিক্ততা,
ভাষায় ছড়ায় মাধুর্যতা ভাষাতেই স্নিগ্ধতা।
কুরআনের ভাষায় ফাসেক তারে কয়,
অশ্লীল ভাষা যাদের মুখে রয়।
ভাষায় থাকে ব্যক্তিত্ব,ভাষায় থাকে সম্মান।
খারাপ ভাষার কারণে হারিয়ে যায় মান।
মন্দ দুশ্চরিত্রের লোক যারা,
অশ্লীল ভাষা বলে আনন্দ পায় তারা।
কলুষিত কন্ঠে ফোটে খারাপ ভাষা,
ভাষায় তারে একদিন করবে নিরাশা।
ভাষায় থাকে ঘৃর্ণা, ভাষায় থাকে ভালোবাসা।
ভাষার জন্য মনে জাগে নিত্য নতুন আশা।
খারাপ রুপের খারাপ মানুষ অশ্লীল কথা কয়,
তাদের হৃদয়ে থাকে নাকো মহান রবের ভয়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
rebeka02 rebeka02