লোভাতুর আত্মা

মে 10, 2025 - 23:53
মে 14, 2025 - 01:08
 3  0

লোভ লালসায় অন্ধ দৃষ্টি
অসৎ পথ করে সৃষ্টি
লোভাতুর মনের কামনা বাসনা,
সৎভাবে কখনো পূরণ হবে না।
অসৎ পথের গরম টাকা
সময় মতো করবে পকেট ফাঁকা।
লোভ লালসার মস্ত দুনিয়ায়
মনুষ্যত্ব মানুষের যায় হারিয়ে যায়।
স্বার্থ,রুপ,যৌবন লোভী মন।
মনুষ্যত্ব নিয়ে ভাবেনা কিছুক্ষণ।
লোভাতুর আত্মার লোভের ছায়ায়,
মনুষ্যত্ব মানুষের অন্ধকারে হারায়।
ক্রমশ বেড়েই চলছে নির্দয় লোভী মানুষ
লোভের কারণে এদের থাকেনা কোনো হুশ।
লেবাসধারী মানুষ এরা ধূর্ত প্রকৃতির
চিন্তায় মগ্নে থাকে সদা সম্পদ বৃদ্ধির।
কৌশলে মানুষ কে ঠকিয়ে তারা করে স্বার্থ আয়।
কারো জীবন ধ্বংস হলে ওদের কি বা আসে যায়
ন্যায় নীতি, উত্তম চরিত্রের লোভ মানুষের নাই,
রুপ,যৌবন টাকা পয়সার লোভ শুধু চাই।
অসৎ পথের টাকা নিয়ে করে ওরা দাপট
ভদ্রতার মুখোশ পড়ে থাকে ওরা কারা ভন্ড কপট।
পরের অর্জিত কাড়ি কাড়ি টাকার সৃষ্টি
লোভাতুর আত্মার পরে যায় দৃষ্টি
লোভ জীবন থেকে কেড়ে নেয় অনন্ত সুখ,
তোদের জন্য অপেক্ষারত অনন্ত দুঃখ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
rebeka02 rebeka02