প্রকৃতির প্রতি আমাদের কর্তব্য
প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক শুধু সহাবস্থান নয় , এটি এক গভীর মানবিক বন্ধন । প্রাণী , গাছপালা ও পরিবেশের প্রতি দয়া ও যত্নই আমাদের সত্যিকারের মানুষ হওয়ার প্রমাণ । প্রকৃতিকে রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলা । ছোট ছোট সচেতনতা ও ভালোবাসাই পারে পৃথিবীকে আরও সুন্দর মানবিক করে তুলতে ।
মানুষ আল্লাহর অতি নিপুণ সৃষ্টি । আমাদের ভেতরে রয়েছে প্রেম , সহমর্মিতা , বিবেক , আবেগ সবকিছুই সৃষ্টির সেরা প্রাণী হওয়ার চিহ্ন । তবে , এই মহান উপহারটি কেবল মানুষেরই নয় ; আমাদের চারপাশের জীবজন্তুও তা উপভোগ করে । গরু , ছাগল , হাঁস , মুরগি , কুকুর বিড়াল এরা আমাদের সঙ্গে সহাবস্থান করে , আমাদের সাহায্য করে এবং সহজভাবে ভালোবাসা ও যত্নের বিনিময়ে বিশ্বস্ততা প্রদান করে ।
মানুষের হাতেই এদের প্রাণ । আমরা যদি ঠিকমতো খাবার না দিই । এরা মুখে বলতে পারবেনা আমাকে খাবার দাও । ওদের ভাষা যদি আমরা বুঝেও না বোঝার ভান করি । তবে আমরা কেমন মনের মানুষ । প্রাণীদের সঙ্গে মানবতার সম্পর্ক সহজ কিন্তু গভীর । কুকুর বা বিড়ালকে একটু খাবার দিলে তারা আমাদের প্রতি অনুগ্রত্য দেখায় । তারা আমাদের পাহারা দেয় , সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এবং তাদের স্বাভাবিক আচরণের মাধ্যমে বোঝায় আমার মালিক আমাকে ভালোবাসে ।
ওই প্রাণীগুলো কোন অর্থের বিনিময়ে নয় , শুধুই ভালোবাসার বিনিময়ে এই সম্পর্ক গড়ে ওঠে । তবে ইদানীং এই সম্পর্কের প্রতি মানুষের নিষ্ঠুরতা উদ্বেগজনক । কুকুর -বিড়াল হত্যা , তাদের সন্তানকে পীড়িত করা । এসব আচরণ এই প্রাকৃতিক বন্ধুত্বকে ভেঙে দিচ্ছে । আমরা গর্ব করে বলি , আমরা সৃষ্টির সেরা জীব । আশরাফুল মাখলুকাত । অথচ , এই নিষ্ঠুরতা আমাদের মানবিক পরিচয়কে প্রশ্নবিদ্ধ করে ।
মানবতা শুধুই নিজের স্বার্থ নয় ; প্রকৃত মানুষ তারা , যারা সহমর্মিতা দেখায় , অবলা জীবনকে রক্ষা করে এবং তাদের সঙ্গে ভালোবাসা ভাগ করে । কুকুর , বিড়াল বা অন্য কোনো প্রাণীকে নির্যাতন করে মানুষ নিজের ওপর অভিশাপ ডেকে আনে । এতে সমাজও মানবিক দৃষ্টিকোণ থেকে দূরে সরে যায় ।প্রকৃত মানুষ তারা , যারা জীবন্ত প্রাণীর প্রতি দয়া , যত্ন ও ভালবাসা প্রদর্শন করে । এই মানবিকতা বজায় রাখাই আমাদের সবার কর্তব্য ।
আমর যদি প্রাণীগুলো কে ভালোবাসি তাদের যত্ন নিই । তাহলে আগামী প্রজন্ম ও শিখবে প্রকৃত মানুষের অর্থ অপরের প্রতি দয়া , প্রাকৃতিক সম্পদের সম্মান এবং জীবনের প্রতি ভালোবাসা । আমাদের চারপাশের ছোট প্রাণীরা আমাদের শেখায় নিঃস্বার্থ ভালবাসা , বিশ্বস্ততা ও বিশ্বাসের মূল্য । তাদের প্রতি অবহেলা বা নিষ্ঠুরতা শুধু তাদেরই ক্ষতি করে না , বরং আমাদের হৃদয়কে ও কঠিন করে তোলে । তাই প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে । প্রাণীর প্রতি সহমর্মিতা ও ভালবাসা আমাদের মানবিক পরিচয়ের প্রতিচ্ছবি ।
একটি ছোট খাবারের টুকরো , সামান্য যত্ন বা সাধারণ ভালোবাসা ও তাদের জীবনে বিশাল প্রভাব ফেলে । সত্যিকারের মানবতা বুঝতে হলে আমাদের চোখ , মন এবং হৃদয় খোলা রাখতে হবে । প্রতিটি জীবন্ত প্রাণী আমাদের শিক্ষা দেয় ও মানবিকতা পরীক্ষা করে । প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক কেবল প্রাণীদের মধ্যে সীমাবদ্ধ নয় ; গাছপালা , নদী ,
পাহাড় , সবই আমাদের সাথী । গাছ আমাদের অক্সিজেন দেয় , নদী আমাদের জীবনদায়ী পানি সরবরাহ করে , আর সূর্যের আলো ও বাতাস আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখে । সুস্থ পরিবেশই মানুষ পূর্ণভাবে বিকশিত হতে পারে , আর এটি নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব । প্রকৃতির প্রতি আমাদের কর্তব্য মানে শুধুই রক্ষা নয় ; তা আমাদের সচেতনভাবে ব্যবহার করার ও নির্দেশ দেয় । মানব হওয়ার অর্থ কেবল নিজের চাহিদা পূরণ নয় ; এটি হলো সকল জীবের প্রতি দয়া , প্রকৃতির প্রতি শ্রদ্ধা ।
প্রতিদিনের ছোট্ট ভালো কাজের মাধ্যমে প্রকৃতিকে স্নেহ এবং সম্মান দিন । মনে রাখবেন , প্রকৃতির প্রতি যত্নই মানবতার প্রকৃত পরিচয় । আর যখন আমরা সেই পরিচয় ধরে রাখব , তখনই আমরা সত্যিকারের "মানুষ"হিসেবে আলোকিত হব , আমাদের চারপাশের পৃথিবীকে আরও সুন্দর , মানবিক এবং জীবন্ত করে তুলব ।
What's Your Reaction?
Like
6
Dislike
0
Love
6
Funny
0
Angry
0
Sad
0
Wow
6